দৌলতপুরে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৫, ২০২৪

কুষ্টিয়ার দৌলতপুরেও তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেইসাথে বেড়েছে ছিন্নমুল ও শ্রমজীবী মানুষের দূর্ভোগ। ভোর হতেই কুয়াশার চাদরে ঢাকা পড়ছে সর্বত্র। ঠান্ডা ও হিমেল হাওয়ায় কৃষিকাজ হচ্ছে ব্যহত।

দৌলতপুরে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে খড়কুটো জ্বালিয়ে তাপ নিতে হচ্ছে ছিন্নমুল অসহায় মানুষদের। দুপুর গড়ালেও দেখা মিলছে না সূর্যের। ফলে দিনের বেলাতে হেড লাইট জ্বালিয়ে যানবহন চলাচল করছে। শীত ও ঠান্ডায় হাসপাতালগুলিতে বেড়েছে ঠান্ডাজনিত শিশু সহ বিভিন্ন রোগীর সংখ্যা। তীব্র শীত ও কনকনে হিমেল ঠান্ডা হাওয়ায় জবুথবু অবস্থায় কাটছে শীতার্ত ছিন্নমুল মানুষের। সবচেয়ে বেশী কষ্ট ও দূর্ভোগে আছে দরিদ্র ও দিনমজুর শ্রেণীর মানুষ। শীতজনিত বৈরী আবহাওয়ার কারণে তারা কাজের সন্ধানে বের হলেও কাজ না পেয়ে কর্মবিমুখ হয়ে ফিরতে হচ্ছে বাড়িতে। তবে শীতের তীব্রতা বাড়লেও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়নি সরকারী বা বেসরকারী দপ্তরকে।