দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরের আল্লারদর্গায় ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৭টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজার সংলগ্ন সোনাইকুন্ডি গ্রামে মাহাতাব বিশ্বাসের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। তবে পুলিশের দাবি এটা ডাকাতি নয়, পাওনা টাকা না পেয়ে নগদ টাকা ও স্বর্ণলংকার নিয়ে গেছে প্রতিপক্ষের পাওনাদাররা। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোনাইকুন্ডি গ্রামের আহম্মদ বিশ্বাসের ছেলে মাহাতাব বিশ্বাসের বাড়িতে গত মঙ্গলবার রাতে ৫-৬ জনের একদল ডাকাত প্রবেশ করে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৩ ভরি স্বর্নালংকার ও নগদ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতি হওয়া স্বর্নালংকার ও নগদ টাকা উদ্ধারে অভিযান চালিয়ে ব্যর্থ হয়। ডাকাতির ঘটনা অস্বীকার করে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, এটা ডাকাতির ঘটনা না। ব্যবসা সংক্রান্ত লেনদেন ও চুক্তির টাকা না পেয়ে নগদ টাকা ও স্বর্নালংকা নিয়ে গেছে প্রতিপক্ষ পাওনাদাররা। তবে প্রতিপক্ষের লোকজন কারা তা জানাতে পারেননি তিনি।
