দৌলতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৬, ২০২৪

আমিন হাসান ॥ দৌলতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ডিবি পুলিশের হাতে রনি সদ্দার (৩৩) ও মিজানুর রহমান দুই জন গ্রেফতার হয়েয়ে। গ্রেফতারকৃত রনি সরদার দৌলতপুর উপজেলার বহিরমাদি (পূর্ব পাড়া)এলাকার আব্দুল মান্নানের ছেলে এবং মিজানুর রহমান ভেড়ামারা থানার রাইটা গ্রামের নতুন পাড়া এলাকার মৃত মোজাম পরামানিকের ছেলে। গতকাল শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে জেলা পুলিশের নির্দেশনায় ও মোঃ মাহাফুজুল হক চৌধুরী কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের নেতৃত্বে, এসআই (নিঃঅঃ) অনুপ কুমার সরকার সঙ্গী অফিসার ফোর্স সহ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার টলটলি পাড়া তালতলা পুলের উপর থেকে রনি সদ্দার (৩৩) ও মোঃ মিজানুর রহমানকে ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ডিবি পুলিশ গ্রেপ্তার করেন। এ সংক্রান্তে দৌলতপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা  হয়েছে যার মামলা নং-১২/১৪৪।