দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে আচান আলী নামে এ ব্যক্তির জমিতে লাগনো গাছ জোরপূর্বক কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। তবে পুলিশ কোন কার্যকর ব্যবস্থা নেয়নি এমন অভিযোগ করেছে ক্ষতিগ্রস্থ অভিযোগকারী। গত সোমবার সকাল ৮টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামে গাছ কাটার এ ঘটনা ঘটেছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, বৈরাগীরচর গ্রামের প্রতিপক্ষ ও প্রভাবশালী মিনারুল ইসলাম (৩৭) ও শামীম হোসেন (৪৫) সহ ৭-৮ জন আচান আলীর জমিতে গিয়ে ৪টি আমগাছ, ২টি মেহগনিগাছ ও শিশুগাছ জোরপূর্বক কেটে নেয়। গাছ কাটাতে বাঁধা দিতে গেলে গাছ কর্তনকারীরা আচান আলীর ও তার পরিবারের লোকজনকে ভয়ভীতি ও গালমন্দ করে এবং প্রাণনাশেরও হুমকি দেয়। এ ঘটনায় মঙ্গলবার আচান আলীর ছেলে মমিনুল ইসলাম বাদী হয়ে লক্ষাধিক টাকা মূল্যের গাছ কাটার অভিযোগ এনে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছে। অভিযোগ পেয়ে দৌলতপুর থানার এসআই প্রকাশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগকারীরা জানিয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে।
