দৌলতপুরে জমি নিয়ে বিরোধে স্কুল শিক্ষকে লাঞ্চিতের অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে জমি নিয়ে বিরোধে স্কুল শিক্ষকে লাঞ্চিতের অভিযোগ 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৪

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে স্কুল শিক্ষককে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। দৌলতপুর থানা বাজারে আলফাত হোসেন (৫৪) নামে এক স্কুল শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। আলফাত হোসেন মাষ্টার উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক ও একই এলাকার মৃত রহমত আলী মোল্লার ছেলে। এ ঘটনায় শিক্ষক আলফাত হোসেন নিজে বাদী হয়ে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলফাজ হোসেন (৫৪) থানার সামনে সাইফুলের দোকানে গল্প করছিল। এ সময় রিফায়েতপুর ইউনিয়নের শিতলাইপাড়া গ্রামের মৃত মসলেম মোল্লার দুই ছেলে নুরুল (৪৬) ও নজরুল ইসলাম (৬০) অতর্কিত হামলা চালিয়ে কিল ঘুষি মারতে থাকে ও প্রাণ নাশের হুমকি দেয়। এসময় স্থানীরা তাকে উদ্ধার করে এক ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন শিক্ষক আলফাত হোসেন। জানা গেছে স্কুল শিক্ষক আলফাত হোসেনের চাচাতো ভাইয়ের সাথে প্রতিপক্ষের জমিজমা নিয়ে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো, তার জের ধরে এ হামলার ঘটনা ঘটে।