দৌলতপুরে ছেলে আন্দোলনে অংশগ্রহণ করায় পিতা কে হত্যার প্রতিবাদে সমাবেশ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে ছেলে আন্দোলনে অংশগ্রহণ করায় পিতা কে হত্যার প্রতিবাদে সমাবেশ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ৪, ২০২৪

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া দৌলতপুরে ছেলে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে অংশগ্রহণ করায় পিতা মোঃ মইনুল প্রামাণিক কে বালিরদিয়াড় ছাতারিপাড়াতে আওয়ামীলীগের সন্ত্রাসী দ্বারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। হত্যা কারিদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

গত সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে মরিচা ইউনিয়ন প্রতিবাদ সমাবেশ সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম এর সভাপতিত্বে,  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শামীম রেজা মোল্লা, বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন,হোগলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম প্রমুখ। প্রতিবাদ সভায় নিহতের স্ত্রী রুবিনা ও মেয়ে মাসুমা তাদের বক্তব্যে বলেন, হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। নিহত মোঃ মইনুল প্রামাণিক মরিচা ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের  সদস্য সচিব ছিলেন।