দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ৭ম শ্রেণীর ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে থানা পুলিশ। গত শনিবার (৩০ মার্চ) সন্ধা ৭ টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের পারশীতলাই পাড়া গ্রামের দুলাল মন্ডলের লম্পট ছেলে সুভান (২৫) ঐ ধর্ষনের ঘটনা ঘটায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ও পরিবার সুত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে পার্শ¦বর্তী দুলাল মন্ডলের লম্পট ছেলে সুভান (২৫) ভুক্তভোগী ঐ ছাত্রীর বাড়িতে যায়। সে সময় বাড়ির লোকজন না থাকায় ভুক্তভোগীকে ডাক দিলে সে বলে বাড়িতে কেউ নেই। এ সুযোগে লম্পট সুভান বাড়ির ভিতরে ঢুকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। পরে তার ডাক চিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে আসলে ধর্ষক সুভান দৌড়ে পালিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন সব শুনে থানা পুলিশকে খবর দিলে পুলিশ রাতারাতি ধর্ষক সুভানকে আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় পরের দিন গতকাল রবিবার (৩১ মার্চ) দৌলতপুর দায়ের হয়েছে। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
