দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ছাত্রদল ও যুবদল নেতা গ্রেফতার হয়েছে। দৌলতপুর থানা পুলিশের দায়ের করা পূর্বের নাশকতা মামলায় তাদের গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।

এরা হলেন, উপজেলার প্রাগপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা সাজ্জাদ হোসেনের ছেলে ছাত্রদল নেতা আসিফ (২৮) ও দৌলতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক স্বরুপপুর এলাকার আস্তুল (৪০)। বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান বলেন, পুলিশের দায়ের করা পূর্বের একটি নাশকতা মামলায় তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
