দৌলতপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৬, ২০২৫

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে কনা আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর এলাকার নিহতের বাবার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কনা আক্তার ওই এলাকার আমজাদ হোসেনের স্ত্রী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে পারিবারিক মনোমালিন্যের জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন। নিহতের স্বামী ঢাকায় চাকরি করেন বলে জানা গেছে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।