এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৩ নং ফিলিপনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৮ ডিসেম্বর) বাদ মাগরিব ফিলিপনগর ইউনিয়নের সদরঘাট ইউনিয়ন বিএনপির পার্টি অফিসের সামনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ আসন্ন জাতীয় নির্বাচনের জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, ফিলিপনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শের আলী সবুজ, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমজাদ হোসেন মাস্টার, ফিলিপ নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিনসহ ইউনিয়নের নেতা কর্মীদের পাশাপাশি এলাকার জনসাধারন।
দোয়া অনুষ্ঠানের পূর্বে রেজা আহমেদ বাচ্চু মোল্লা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকার মিথ্যা মামলায় জেলে রেখে অসুস্থ নেত্রীকে যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত করে তাকে মৃত্যুমুখে ঠেলে দিয়েছে আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশের আপোষহীন নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুমুখে পতিত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাঁর সুস্থতার জন্য বাংলাদেশ সহ সারা বিশ্বে দোয়া প্রার্থনা চলমান আছে । উপস্থিত জনতার প্রতি অনুরোধ করে রেজা আহমেদ বলেন আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাঁর জন্য সকলেই দোয়া করবেন যাতে করে মহান আল্লাহ তায়ালা তাকে সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে এই দেশের মানুষের সেবা করার সুযোগ দেয়। দোয়া মাহফিলে মহান সৃষ্টিকর্তার নিকট বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলেমে দ্বীন মোঃ রুহুল কুদ্দুস।
