এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৯ নং রিফায়েতপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৭ ডিসেম্বর) বাদ মাগরিব রিফায়েতপুর ইউনিয়নের হাসানপুরে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ আসন্ন জাতীয় নির্বাচনের জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ইউনিয়নের নেতা কর্মীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল। দোয়া অনুষ্ঠানের পূর্বে রেজা আহমেদ বাচ্চু মোল্লা উপস্থিত জনসাধারণের প্রতি অনুরোধ করে বলেন,
আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশের আপোষহীন নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাঁর সুস্থতার জন্য বাংলাদেশ সহ সারা বিশ্বে দোয়া প্রার্থনা চলমান আছে । উপস্থিত জনতার প্রতি অনুরোধ করে রেজা আহমেদ বলেন আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাঁর জন্য সকলেই দোয়া করবেন যাতে করে মহান আল্লাহ তায়ালা তাকে সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে এই দেশের মানুষের সেবা করার সুযোগ দেয়। দোয়া মাহফিলে দিঘলকান্দি মসজিদের ইমাম মোঃ আবুল বাশার মহান সৃষ্টিকর্তার নিকট বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া পরিচালনা করেন।
