দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ভাবে ইট ভাঁটায় মাটি বিক্রি ও নদী থেকে বালি তোলার অপরাধে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত বুধবার (২৬ জুন) রাত ১০ টা থেকে রাত ১ টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের চলা অভিযানে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনায়কুন্ডি এলাকায় মাটি কেটে ইট ভাটায় বিক্রির অপরাধে ওই এলাকার কালু হোসেনের ছেলে সুভ ইসলামকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর এলাকায় পদ্মা নদী থেকে বালি তোলার অপরাধে ওই এলাকার আজিজুল হকের ছেলে লালন হোসেন (২০) কে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিষয়ে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বলেন, গত বুধবার রাতে অভিযান চালিয়ে ইট ভাটায় মাটি বিক্রির অপরাধে একজনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ও পদ্মা নদী থেকে বালি তোলার অপরাধে অপর একজনকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
