দৌলতপুরের পদ্মা থেকে ফের অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরের পদ্মা থেকে ফের অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ২০, ২০২৪

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে ফের অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আলিনগর এলাকার পদ্মার চর থেকে পাবনা নৌ পুলিশ লাশটি উদ্ধার করে। গতকাল শনিবার রাতে পাবনা লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, কুষ্টিয়া ও পাবনার মাঝ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দিয়ে কুষ্টিয়ার দৌলতপুর থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৫-২০ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তির আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর। এ সময় তিনি আরও বলেন, ‘আমরা এখনো লাশের পরিচয় পাইনি। যেহেতু লাশটি পঁচে গেছে তাই কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে কুষ্টিয়া পৌর গোরস্থানে লাশ দাফন করেছি।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বলেন, লাশটি পাবনা নৌ পুলিশের সদস্যরা উদ্ধার করেছে। এখনও কোন পরিচয় মিলেনি।উল্লেখ, গেল ১২ অক্টোবর শনিবার সন্ধ্যায় উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর এলাকা থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এখনও ওই ব্যক্তির পরিচয় পাইনি পুলিশ।