দৌলতপুরের পদ্মার চর থেকে যুবকের মরদেহ উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরের পদ্মার চর থেকে যুবকের মরদেহ উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২, ২০২৩
দৌলতপুরের পদ্মার চর থেকে যুবকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মারচর থেকে মারুফ হোসেন (৩৮) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচরে পদ্মা নদী থেকে ওই যুবকের গলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের চককৃষ্ণপুর গ্রামের হাজী আসালত মন্ডলের ছেলে।

দৌলতপুরের পদ্মার চর থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতপুরের পদ্মার চর থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতপুরের পদ্মার চর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গত ২৪ এপ্রিল থেকে মারুফ নিখোঁজ ছিল।

বিকেলে পদ্মার বালুচরে খেলতে গিয়ে স্থানীয় শিশুরা ওই যুবকের পুঁতে রাখা হাত ও মাথার অংশ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়। পরে দৌলতপুর থানা-পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত যুবকের গলিত লাশ উদ্ধার করে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

পরিবারের লোকজন পোশাক ও মাথা দেখে নিশ্চিত হয় যে, এটি মারুফ হোসেনের মরদেহ। মারুফ হোসেনকে অপহরণ করে হত্যা শেষে পদ্মার বালুচরে পুঁতে রাখা হয়েছে বলে দাবি করেছে তার বাবা। পুলিশ নিহত যুবকের গলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত যুবকের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

আরও পড়ুন: