দৌলতপুরের চাঞ্চল্যকর জামাল মোল্লা হত্যাকাণ্ডের প্রধান দুই আসামী আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরের চাঞ্চল্যকর জামাল মোল্লা হত্যাকাণ্ডের প্রধান দুই আসামী আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৭, ২০২৪

র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে স্কুল কমিটির নির্বাচনকে কেন্দ্র করে চাঞ্চল্যকর জামাল মোল্লা হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি রাশেদুল ইসলাম ও নবির উদ্দিন কে গ্রেফতার করেছে।

দৌলতপুরের চাঞ্চল্যকর জামাল মোল্লা হত্যাকাণ্ডের প্রধান দুই আসামী আটক

গত বছরের ০২ ডিসেম্বর কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন দীঘলকান্দি গ্রামে দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল কমিটির নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের মধ্যে লাঠি, লোহার রড, হাসুয়া, রামদা, লোহার হাতুড়ি, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে দিঘলকান্দি মোল্লাপাড়া গ্রামস্থ মসজিদের সামনে পাকা রাস্তার উপর সংঘর্ষ হয়। উক্ত ঘটনায় বেশ কয়েকজন আহত হয় । আহতদের মধ্যে দৌলতপুরের দিঘলকান্দি এলাকার মৃত আজগর মোল্লার পুত্র জামাল মোল্লা (৪০) মৃত্যুবরণ করেন। ঐ হত্যাকাণ্ডে নিহত জামাল মোল্লার মা বাদী হয়ে গত বছর ৪ ডিসেম্বর কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় ১০ জনের নাম উল্লেখসহ ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে পেনাল কোডের ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০২/৩০৭/৩৪১/৫০৬(২)/১১৪/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি কুষ্টিয়ার স্থানীয় পত্রিকায় প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফলশ্রুতিতে, পলাতক আসামিদেরকে গ্রেফতারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন এর দিক নির্দেশনায় সিপিসি-১, র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের আভিযানিক দল গত সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১১টার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় কুষ্টিয়া শহর হতে ঐ হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি দৌলতপুরের দিঘলকান্দি গ্রামের বদিয়ার রহমান এর ছেলে রাশেদুল ইসলাম (৪০) এবং দৌলতপুরের নতুন ঝাউদিয়া গ্রামের মৃত জিন্নাত মন্ডল এর ছেলে নবির উদ্দিন (৫০) কে গ্রেফতার করে।