দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরের খলিসাকুন্ডিতে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে নার্গিস (৪৫) নামের এক গৃহিণী মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে দৌলতপুরের খলিশাকুন্ডির মীর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নার্গিস কুষ্টিয়ার দৌলতপুরের খোলিসাকুন্ডির মীরের পাড়ার নজু স্টাটারের স্ত্রী। জানা যায়, বিকেল সাড়ে ৫ টার সময় বাড়ির বাড়ির ছাদের উপর বসে থাকা অবস্থায় গাছ থেকে বিদ্যুতায়িত হয়ে কাপতে থাকেন।
এ অবস্থা দেখে বাড়ির লোকজন চিৎকার দিলে প্রতিবেশীরা উদ্ধার করে এবং সেখানে মৃত্যুবরণ করেন। এ বিষয়ে খলিসাকুন্ডি পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ মোহাম্মদ আলী জানান, গ্রাহকের বাড়ির নিজস্ব সাইড বিদ্যুৎ ওয়ারিংয়ের সমস্যা কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসীর অভিযোগ করেন বলেন পল্লী বিদ্যুতের নিজস্ব ওয়ারিং মিস্ত্রি থাকা সত্ত্বেও তারা বাইরের লোক দিয়ে ওয়ারিং করার কারণে এ রকম ঘটনা ঘটছে। পল্লী বিদ্যুতের অফিসের সম্পূর্ণ গাফিলতির কারণে এ রকম দূর্ঘটনা ঘটে বলেও জানান তারা।
