দৌলতপুরের আ’লীগ নেতা শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরের আ’লীগ নেতা শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১৪, ২০২৪

শিক্ষক নিয়োগে বাণিজ্যসহ কলেজ ফান্ডের টাকা আত্মসাৎ এর অভিযোগ

 

 

বিশেষ প্রতিনিধি ॥ কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক থেকে  বর্তমানে হাজার কোটি টাকার সম্পদের মালিক কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদিকুজ্জামান সুমন। দলীয় প্রভাব খাটিয়ে হয়েছেন দৌলতপুর কলেজের অধ্যক্ষ, করেন নাম মাত্র ঠিকাদারিও। মাত্র ১৫ বছরে তার ও পরিবারের নামে  গড়েছেন  অঢেল সম্পদ। নিজ এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে রয়েছে তার একাধিক বিলাসবহুল বাড়ি ও মার্কেট । চড়েন দামি গাড়িতে, নিজের নামে রয়েছে এজেন্ট ব্যাংকও। এত অল্প সময়ে সুমন কিভাবে এই অঢেল সম্পদের মালিক হলেন তা খতিয়ে দেখার দাবী স্থানীয়দের।

কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদিকুজ্জামান সুমন। ১৫ বছর আগেও ছিলোনা তার তেমন কিছুই। করতেন  একটি কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষকতা। হঠাৎ ২০০৮ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর ঘুরে যায় তার ভাগ্যের চাঁকা। দলীয় প্রভাব খাটিয়ে হন দৌলতপুর কলেজের অধ্যক্ষ। সেখান থেকেই শুরু তার অনিয়ম। শিক্ষক নিয়োগে বানিজ্য, কলেজ ফান্ডের টাকা আত্মসাৎ, জাতীয় করনের নামে শিক্ষকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়সহ দলীয় প্রভাব খাটিয়ে ঠিকাদারী কাজ না করে করেছেন কোটি কোটি টাকা আত্মসাৎ। গড়েছেন তার ও তার পরিবারসহ নামে বেনামে অঢেল সম্পদ।

সরেজমিনে তার বিষয়ে খোঁজ নিতে গেলে কলেজের শিক্ষক বলেন, ঢাকায় বাড়ি, কুষ্টিয়ায় বাড়ি, দৌলতপুরে জমি সহ গাড়ীর মালিক তিনি। কলেজের পিয়নও অভিযোগ করেছেন তার বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ পিয়ন বলেন, আমার বেতন বাড়িয়ে দেওয়ার কথা বলে তিনি আমার কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়ে দীর্ঘ দিন ঘোরাচ্ছে। দৌলতপুর কলেজের শিক্ষার্থী বলেন, কলেজের উন্নয়নের নাম করে বাড়তি ফি নিয়ে ঐ টাকা নিজে আত্নসাৎ করেন।

স্থানীয়রা বলছেন, মাত্র কয়েক বছরের ব্যবধানে সাদিকুজ্জামান সুমন শূণ্য থেকে হয়েছেন হাজার কোটি টাকার মালিক। নিজ এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে রয়েছে তার বিলাসবহুল ৬ টি বাড়ি, রয়েছে দুটি বিশাল মার্কেট । চড়েন দামি গাড়িতে, নিজ নামে রয়েছে এজেন্ট ব্যাংকও। এত অল্প সময়ে সে কিভাবে এই অঢেল সম্পদের মালিক হলেন তা খতিয়ে দেখার দাবী তাদের।

সাদিকুজ্জামান সুমন’র বিষয়ে এলাকাবাসীরা বলেন, তিনি দৌলতপুরে বিলাসবহুল গাড়ীতে চড়েন। অনেক টাকার মালিক হয়েছেন শুধুমাত্র দলীয় পোষ্ট ব্যবহার করে। উনি কোন উছিলায় টাকা ইনকাম করেছে সেই বিষয়েও জানতে চাই এলাকাবাসী।

তবে ওই আওয়ামী লীগ নেতা সাদিকুজ্জামান সুমনের দাবী, তিনি কোন অবৈধভাবে সম্পদ অর্জন করেন নি। যা সম্পদ রয়েছে তা বৈধ ভাবেই অর্জিত।

এই বিষয়ে জানতে  সাদিকুজ্জামান সুমন এর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার যা সম্পদ আছে তা টোটালি চোখে দেখা এবং আয়কর ফাইলে দেওয়া।

তবে টিআইবির প্রতিনিধিরা বলছেন, কোন জবাবদিহিতা ও আইনের প্রয়োগ না থাকায় দলীয় প্রভাব খাটিয়ে অঢেল সম্পদের মালিক হচ্ছেন আ’লীগ নেতারা। তাই এসব নেতাদের জবাবদিহির আওতায় এনে আইনের সঠিক প্রয়োগের তাগিদ তাদের।

জানতে চাইলে টি আই বি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রফিকুল আলম টুকু বলেন, দৃশ্যমান কোন আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না। যার কারণেই এরা সুযোগ পেয়ে যাচ্ছে এবং এই সমস্ত অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে।

অনিয়ম ও দূর্ণীতির মাধ্যমে এই আওয়ামী লীগ নেতা সাদিকুজ্জামান সুমনের অঢেল সম্পদ অর্জনের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহনের দাবী স্থানীয়দের।