কুষ্টিয়া শহর ১৩নং ওয়ার্ডে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে মাসব্যাপী শোকাবহ আগস্টের কর্মসূচির অংশ হিসেবে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া শহর ১৩নং ওয়ার্ডে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
মাসব্যাপী কর্মসূচির ২০তম দিনে, রবিবার (২০ আগস্ট) সন্ধার পর বারখাদা ত্রিমোহনী বাজারে কুষ্টিয়া শহর ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী তোজাম্মেল হক হাজী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর পরিচালনায়, প্রধান অতিথি ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাইজাল আলী খান। এতে প্রধান বক্তা ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিজ্ঞ জিপি এ্যাড. আক্তারুজ্জামান মাসুম, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ধর্মীয় সম্পাদক মাজহারুল ইসলাম রমজান, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াছির আরাফাত তুষার, শহর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ আফিল উদ্দিন, পৌরসভার ১৩,১৪,১৫ সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরিদা আক্তার রেখা, ২০নং ওয়ার্ড কাউন্সিলর এজাজ আহমেদ, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি আফজাল হোসেন শিশির, ১৩ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি কাকলী খাতুন, শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান সর্দার পাভেল প্রমূখ।

বক্তারা, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলার কথা উল্লেখ করে ব্যাপক আলোচনা করেন। এছাড়াও দেশের উন্নয়ন মূলক কাজের কথা তুলে ধরেন। শোককে শক্তিতে রুপান্তরিত করে আগামী নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান।
