শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকায় দেশ উন্নত অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে : হানিফ
শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকায় দেশ উন্নত অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে : হানিফ। সোমবার বিকেল ৪টায় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর আদর্শপাড়া ঈদগাহ ময়দানে বটতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক স্মরনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু ফকিরের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। তিনি শুরুতেই ইউপি আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকায় দেশ উন্নত অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে : হানিফ
এসময় সাংসদ হানিফ দেশের উন্নয়নের ব্যাখ্যা দিয়ে বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে দেশ উন্নত অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। আপনাদের কাছে জননেত্রী শেখ হাসিনার আর কিছুই চাওয়ার নেই। কারন তিনি চার বারের প্রধানমন্ত্রী। তার কাছে আপনাদের অর্থাৎ দেশের জনগনের এখনো অনেক কিছু চাওয়ার আছে। দেশের অসমাপ্ত উন্নয়নমূলক কাজ শেষ করতে হলে পঞ্চমবারের মতো তাকে ক্ষমতায় আনতে হবে। বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নেই।
মাহবুব উল আলম হানিফ আরো বলেন, বিগত সময়ে বিএনপি ক্ষমতায় ছিলো। তারা দেশের কতটা উন্নয়ন করেছে কারো অজানা নেই। কিছুদিন আগে বিদ্যুতের সমস্যা ছিলো, সেই সমস্যারও সমাধান হয়েছে। করোনাকালীন দুঃসময়ে বিদ্যুৎ উৎপাদনে একটু ঘাটতি ছিলো বিধায় সমস্যাটা হয়েছিলো। আশা করি আর সমস্যা হবে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন গুটিকয়েক মানুষের বাড়িতে বিদ্যুৎ ছিলো, তাও আবার লোডশেডিং এর যন্ত্রণা, এটা নিশ্চয়ই সকলের মনে আছে।
দেশের লক্ষ লক্ষ বেকার সমস্যার সমাধান হয়েছে, দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে, দেশে রাস্তাঘাট কালভার্ট, পদ্মা সেতু, কর্নফুলী টানেল, মেট্রোরেল সহ বহু উন্নয়ন হয়েছে। এসব উন্নয়ন শেখ হাসিনা ছাড়া কারো করা সম্ভব হতো না। শেখ হাসিনা যদি আবারো প্রধানমন্ত্রী হয় তাহলে এ দেশ আরো এগিয়ে যাবে। এজন্য শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকা দরকার। এদেশের মানুষের অনেক চাওয়া পাওয়া রয়েছে সেজন্য পুনরায় আওয়ামীলীগকে আপনারা ভোট দিলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলামের সঞ্চালনায় শোকসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকউজ্জামান ও এ্যাড. শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইকবাল মাহমুদ।

বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সামস তানিম মুক্তি, বিশিষ্ট ব্যবসায়ী হাজী ওমর ফারুক, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিচুর রহমান বিকাশ, জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজু, সহ-সভাপতি আফজাল হোসেন শিশির, যুগ্ম সাধারণ সম্পাদক ও গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাল্টু রহমানসহ জেলা, উপজেলা, শহর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ।
