দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই : হানিফ
কুষ্টিয়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জনসচেতনতা মূলক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়ার চেচুয়া এলাকায় পৌর ২০নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই : হানিফ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এজাজুল হাকিম, পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল মতিন বাবলু। এসময় অন্যান্যর মধ্যে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সহ-সভাপতি বিজ্ঞ জিপি অ্যাড. অনুপ কুমার নন্দী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শেখ হাসান মেহেদী, সদস্য হাবিবুল হক পুলক, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল ইসলাম বাবু, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভীন হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
হানিফ বলেন, বিএনপির নেতাকর্মীরা নির্বাচন বানচাল করতে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। বাসে-ট্রাকে আগুন দিয়ে মানুষের জানমালের ক্ষতি করছে। যারা এই ধরনের কর্মকাণ্ডের পক্ষে সাফাই গায় তাদের লজ্জা হওয়া উচিত। রাজনীতিতে বিএনপির বড় সফলতা সন্ত্রাস নৈরাজ্য কর্মকান্ড। যেখানে আওয়ামী লীগ জনগনের মাঝে শান্তি ও উন্নয়নের রাজনীতি করছে, সেখানে বিএনপি দেশকে ধব্বংস করার কাজে লিপ্ত রয়েছে। মানুষ হত্যা করা তাদের বড় নেশা। নির্বাচনকে সামনে রেখে দেশে জ্বালাও পোড়াও করে সাধারণ মানুষের মাঝে ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিলো। তাদের যে কোন ষড়যন্ত্র মোকাবিলা করতে আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে।
হানিফ আরো বলেন, বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনা চিকিৎসা সেবা সহ দেশের যে উন্নয়ন করেছে তা আজ দৃশ্যমান। দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকলে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। কুষ্টিয়া ছিলো এক সময়ের পিছিয়ে পড়া জেলা। আমরা চেষ্টা করেছি কুষ্টিয়ার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কুষ্টিয়াবাসীর যে স্বপ্ন ছিলো তা ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে। শেখ হাসিনা সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের উন্নয়ন হবে। এবং আমরা যতদিন কুষ্টিয়ায় আছি ততদিন উন্নয়ন হবে।
আমার স্বপ্ন ছিলো পিছিয়ে পড়া কুষ্টিয়াকে আধুনিক জেলায় রুপান্তরিত করা। আমার উপর আপনারা ভরসা রেখেছিলেন, ২০১৪সাল ও ২০১৮ সালে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করায় আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করেছি। আগামী দিনে কুষ্টিয়ায় আরো উন্নয়ন হবে। আগামী ১৮ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারনা শুরু হবে তখন উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট চাইতে আসবো। বর্তমানে আমাদের একটাই লড়াই, বিএনপি-জামাত নির্বাচনকে সামনে রেখে জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করছে, এটাতে সাধারণ মানুষ যাতে শান্তিপূর্ণভাবে চলতে পারে, এরই প্রতিবাদে শান্তি সমাবেশ অব্যাহত রয়েছে। কুষ্টিয়ার উন্নয়নের স্বার্থে এলাকায় শান্তির জন্য দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান তিনি।
