রঞ্জুউর রহমান ॥ “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কুষ্টিয়ার আয়োজনে”আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৪” ও “জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় কালেক্টরেট চত্ত্বরে র্যালি অনুষ্ঠিত। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর সহকারী পরিচালক মো. মসফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ শারমিন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আতোয়ার রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা, ব্যবসা, বানিজ্য ও বিনিয়োগ শাখা এবং প্রবাসী কল্যাণ শাখা) আদিত্য পাল,
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারি ও স্ট্যাম্প শাখা এবং আইসিটি শাখা) মো. তাফসীরুল হক মুন। এছাড়াও আলোচনা সভায় কুষ্টিয়া বিভিন্ন উপজেলার প্রবাসী, প্রবাসীদের পরিবারের সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, কেউ হয়তো কর্মজীবনের কিছু সময়ের জন্য প্রবাসী হন, আবার কাউকে সারা জীবন প্রবাসে কাটাতে হয়। এ জীবন কারো জন্য সুখের, কারো জন্য দুঃখের। দেশ থেকে মানুষ বিদেশ যায় দেশের মানুষগুলোকে ভালো ও আনন্দে রাখার জন্য। দেশের অর্থনীতিকে সচল রাখা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রেও প্রবাসীদের ভূমিকা অনেক। প্রবাসের কর্মজীবিরা মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তানকে ভালো রাখার জন্যই রাত-দিন পরিশ্রম করে থাকেন। তাই প্রবাসের জীবন একটু ভিন্ন। আমাদের দেশের জিডিপি রেমিট্যান্স এবং গার্মেন্টস উপর দাঁড়িয়ে আছে। দেশের বেশিরভাগ মানুষ যারা বিদেশে যাচ্ছেন তাদের জমি কিংবা মূল্যবান কোন সম্পদ বিক্রি করে যাচ্ছে। কিন্তু অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের মানুষ পারিশ্রমিক কম পায়। কারণ দেশের মানুষের কাজে দক্ষতা কম। বিদেশে যাওয়ার আগে কয়েকটি বিষয় গুরুত্বের সাথে নিতে হবে। যে দেশে যাবেন সেই দেশের সম্পর্কে ভালোভাবে জানা সহ সেই দেশের ভাষা এবং আবহাওয়া সম্পর্কে ধারণা নেওয়া। তাই কেউ যদি বিদেশে যেতে চান তাহলে সেই দেশের ভাষা ও যেকোনো কাজের বিষয়ে দক্ষতা অর্জন করে গেলে ভালো বেতন এবং ভালো জীবন যাপন করতে পারবে।
