কুমারখালীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
কুষ্টিয়ার কুমারখালীতে গরীব, সুবিধা বঞ্চিত, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মানব সেবায় আমরা’ কমিটির সদস্যরা।

কুমারখালীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
সোমবার(২৬’জুন) দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধলনগর বাজার প্রাঙ্গণে এই স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে চার শতাধিক সুবিধা বঞ্চিত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ডাল, সেমাই, চিনি ও সাবান বিতরণ করা হয়।
এসময় সংগঠনের সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: তরুন হোসেন।
এছাড়াও কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী মোল্লা, উপদেষ্টা সুচন্দন সরকার, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, ফরহাদ হোসেন, শরীফ মোল্লাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

