ভেড়ামারায় দুস্থ মহিলাদের মাঝে চেক বিতরণ
বুধবার সকাল ১১টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা বিষয়ক অধিদপ্তর এর মাধ্যমে মিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে ভেড়ামারা উপজেলার ১৭ জন অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে ৪ লক্ষ ৩৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

ভেড়ামারায় দুস্থ মহিলাদের মাঝে চেক বিতরণ
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম।
সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার সম্পাদক হেলাল মজুমদার, ভেড়ামারা রেল বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক আবু দাউদ ইন্দোনেশিয়া, ভেড়ামারা প্রাথমিক শিক্ষা অফিসার আহসান আরা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন, বিআরডিবি কর্মকর্তা জহির উদ্দি প্রমুখ।

