দুর্নীতিবাজ খুনি শেখ হাসিনাকে দেশে এনে তার বিচার করা হবে: ফরিদা ইয়াসমিন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দুর্নীতিবাজ খুনি শেখ হাসিনাকে দেশে এনে তার বিচার করা হবে: ফরিদা ইয়াসমিন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ৩, ২০২৪

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র-জনতা আন্দোলনের শহীদ ও বন্যায় নিহতদের জন্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তার মাগফেরাত কামনায় গণতন্ত্রের মাতা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক  তারেক রহমানের সুস্থতার কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টার সময ভেড়ামারা বাস স্ট্যান্ড চত্বরে জাতীয়তাবাদী দল বিএনপি পৌর শাখার  উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র-জনতা আন্দোলনের শহীদ ও বন্যায় নিহতদের জন্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের  মাগফেরাত কামনায় গণতন্ত্রের মাতা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক  নায়ক তারেক রহমানের সুস্থতার কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির ভেড়ামারা পৌর শাখার সাবেক সিনিয়র সহ সভাপতি হাফিজুর রহমান হাবু’র সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য এবং ঢাকা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ধরমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাক আহম্মেদ মিন্টু, সাবেক শ্রমিক দলের নেতা আনোয়ার হক চুনু, জেলা কৃষক দলের সদস্য শফিকুল ইসলাম, জেলা সদস্য আব্দুল মান্নান, ছাত্রদল নেতা অলিউল হক অলি,শফিকুল, সোহেল রানা, নোবেল, জিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, খুনি শেখ হাসিনা এই দেশে এসেছিন তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে। শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন করেননি। সে বাংলাদেশকে একটি তলা বিহীন বাংলাদেশ করে টাকা লুট করে বিদেশে পাচার করাই তার উদ্দেশ্য ছিলো।  ছাত্র জনতার রসানলে পড়ে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। সে তার আত্মার বন্ধু ভারতে পালিয়ে গিয়েছেন। দুর্নীতিবাজ খুনি শেখ হাসিনাকে দেশে এনে তার বিচার করা হবে।