দুর্নীতিকে অবশ্যই প্রতিরোধ করতে হবে: ডিসি ইকবাল হোসেন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দুর্নীতিকে অবশ্যই প্রতিরোধ করতে হবে: ডিসি ইকবাল হোসেন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১০, ২০২৫

নিজ সংবাদ ॥ ‘দুর্নীতির বিরুদ্ধে দুর্জয় তারুণ্য, একসাথে, এখনই’ এই কথাটি সবসময় আমাদের স্মরণে রাখতে হবে। সময় এসেছে দুর্নীতি ভাঙ্গার, দুর্নীতিকে অবশ্যই প্রতিরোধ করতে হবে। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন এ কথা বলেন। তিনি আরও বলেন, সুন্দর চরিত্রের মানুষের পরিবারের মধ্যে শান্তি বিরাজ করে এবং ধীরে ধীরে সমাজ সুন্দর হয়ে ওঠে। তাই দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’Ñ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-সচেতন নাগরিক কমিটি (সনাক), কুষ্টিয়ার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. শাহ নাওয়াজ আনসারী মনজু।

সভায় আলোচক হিসেবে সনাক সভাপতি আসমা আনসারী মীরু বলেন, আমাদের সন্তানকে বড় করে তোলার পাশাপাশি ভালো মানুষ করে গড়ে তুলতে হবে। তাহলে গোঁড়া থেকে দুর্নীতি দূর করা সম্ভব হবে। বিশেষ অতিথির বক্তব্যে প্রণব কুমার সরকার বলেন, দুর্নীতির অনেক সজ্ঞা রয়েছে। বিভিন্ন সেক্টরে দুর্নীতি রয়েছে। তাই সর্বপ্রথম নিজেকে শুধরাতে হবে। সবাইকে একযোগে কাজ করতে হবে। সবাই সচেতন হলেই দুর্নীতি প্রতিরোধ সম্ভব। সভাপতির বক্তব্যে বিজন কুমার রায় বলেন, বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে। কিন্তু কিছু কিছু জায়গায় দুর্নীতি রয়েছে। বর্তমানে অনেক দপ্তরে দুর্নীতি কমেছেও। এখন পাসপোর্ট করতে আমাদের দেশে সময় অনেক কম লাগছে। আশা করছি, বিভিন্ন সরকারি দপ্তর থেকে জনসাধারণের সেবাপ্রাপ্তি আরও অনেক বেশি সহজতর হবে। এর ফলে দুর্নীতিও কমবে।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন প্রবাল খন্দোকার। দিবসটি উপলক্ষ্যে টিআইবি’র ধারনাপত্র প্রদান করা হয়। টিআইবি “দুর্নীতির বিরুদ্ধে, তারুণ্যের সঙ্গেÑদৃঢ়ভাবে একসাথে” প্রতিপাদ্যেকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য ১২টি সুপারিশ প্রস্তাব করেছে। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সনাক প্রতিনিধি শাহজাহান আলী, রফিকুল আলম, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ রায়হানুল ইসলামসহ ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ ও এ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। এর আগে সকালে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন। পরে জেলা শিল্পকলা একাডেমীর প্রধান ফটকের সামনে অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।