দৌলতপুর প্রতিনিধি ॥ প্রায় এক মাস পর সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুললেও কুষ্টিয়ার দৌলতপুরে সীমিত পরিসরেই চলেছে শ্রেণি কার্যক্রম। প্রতিটি স্তরের শ্রেণিকক্ষেই শিক্ষার্থীদের উপস্থিতি তুলনা মূলক ভাবে খুবই কম। তবে এলাকাভিত্তিক গড়ে ওঠা কিন্ডারগার্টেনগুলোতে এই উপস্থিতির হার তুলনামূলকভাবে সন্তোষজনক রয়েছে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় দীর্ঘ দিন বন্ধ থাকার পর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। এই নির্দেশনার পর গতকাল রবিবার (১৮ আগস্ট) দৌলতপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান খুল্লেও খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী উপস্থিতি একেবারেই কম। দৌলতপুর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়ার আলীর কাছে শিক্ষার্থীর উপস্থিতি কেমন ছিল জানতে চাইলে তিনি বলেন দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর আজ স্কুল খুললেও উপস্থিতি অনেকটাই কম তবে দু’এক দিনের মধ্যেই শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
উপজেলার ফিলিপনগর ইউনিয়নে অবস্থিত পিএসএস মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষক মিজানুর রহমান বলেন, প্রতিষ্ঠান খোলা। সকল শ্রেণিতে ৬’শরও বেশি ছাত্র ছাত্রী তবে উপস্থিত হয়েছে ১ থেকে দেড়’শ। কয়েকদিনের মধ্যে উপস্থিতি বেড়ে যাবে। এদিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদীপুর গ্রামে অবস্থিত নোবেল হোপ কিন্ডারগার্টেন স্কুলে সরজমিনে গিয়ে দেখা গেছে সকল শ্রেণিতে শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর (১৮ আগস্ট) থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার নিদের্শনা দেয় শিক্ষা মন্ত্রণালয়।
