কুষ্টিয়ায় দিনে দুপুরে ব্যবসায়ীকে ছুরি মেরে টাকা ছিনতাই - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় দিনে দুপুরে ব্যবসায়ীকে ছুরি মেরে টাকা ছিনতাই

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৯, ২০২৩
কুষ্টিয়ায় দিনে দুপুরে ব্যবসায়ীকে ছুরি মেরে টাকা ছিনতাই

কুষ্টিয়ায় দিনে দুপুরে ছুরি মেরে নজরুল ইসলাম শাহ (৪০) নামক এক ব্যবসায়ীর নিকট থেকে ৮৯ হাজার টাকা ছিনতায়ের ঘটনা ঘটেছে । সে কুষ্টিয়ার লাহিনী চারা বটতলা এলকার মৃত: নূর মোহাম্মদ শাহ এর পুত্র এবং লাহিনী বটতলার মতিয়া ষ্টোরের মালিক ।

কুষ্টিয়ায় দিনে দুপুরে ব্যবসায়ীকে ছুরি মেরে টাকা ছিনতাই

কুষ্টিয়ায় দিনে দুপুরে ব্যবসায়ীকে ছুরি মেরে টাকা ছিনতাই

কুষ্টিয়ায় দিনে দুপুরে ব্যবসায়ীকে ছুরি মেরে টাকা ছিনতাই

নজরুল ইসলাম শাহ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ১০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে ।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

আহত ব্যবসায়ীর পরিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১ টা ৩০ মিনিটের সময় নজরুল ইসলাম শাহ দোকানের মাল কেনার জন্য ভ্যানে করে কুষ্টিয়া বড় বাজারের উদ্যেশে রওনা হয় । সে কুষ্টিয়া শহরের চাউলের বর্ডারের ছোট ওয়ারলেস গলিতে পৌঁছালে দুই জন মটর সাইকেলে এসে তার পথ রোধ করে এবং তার কাছে থেকে টাকা ছিনতাই এর চেষ্টা করে । সে সময় নজরুল ইসলাম শাহ তাদের বাঁধা দিলে তারা ধরালো ছুরি দিয়ে তার ডান হাতে আঘাত করে এবং তার কাছে থাকা ৮৯ হাজার টাকা নিয়ে দ্রুত গতিতে ঘটনা স্থল ত্যাগ করে ।

পরবর্তিতে ভ্যান চালক নজরুল ইসলাম শাহ কে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে এবং তার পরিবারের সদস্যদের খবর দেয় । তবে ছিনতাইকারীদের সনাক্ত করতে পারেনি ভ্যান চালক বা আহত ব্যবসায়ী ।

এই বিষয়ে আহত ব্যবসায়ীর চাচাতো ভাই সোহেল রানা জানান, প্রচুর রক্তপাত হয়েছে । আমরা এখন চিকিৎসা নিয়ে ব্যস্ত । ডাক্তার বলেছেন ৫/৬ ব্যাগ রক্ত লাগবে । আমরা সাধ্যমত রক্ত সংগ্রহ করার চেষ্টা করছি । রোগীর অবস্থা কিছুটা স্থীতিশীল হলেই আমরা থানায় অভিযোগ দিবো ।

এই বিষয়ে জানতে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাহাদৎ হোসেন’র সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাই নাই । তবে বিষয়টা নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে পুলিশ । ছিনতাইকারীদের চিহিৃত করে গ্রেফতার পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে ।

আরও পড়ুন: