কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য ও কুমারখালী পৌরসভার বারবার নির্বাচিত মেয়র নুরুল ইসলাম আনছার প্রামাণিক বলেছেন, ফ্যাসিবাদী সরকার দেশ ছেড়ে পালিয়ে গেছে। তবে ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্র থামেনি। তারা এখনও দুর থেকে দেশের মধ্যে অস্থিস্তিশীল করতে নানা প্রকার ষড়যন্ত্র করছে। তাদের সব ফ্যাসিবাদী রুঁখে দিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) রাতে কুমারখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঝাঁউতলা বাজার এলাকায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপির নেতাকর্মী।
নুরুল ইসলাম আনছার প্রামাণিক বলেছেন, বিএনপিতে কোনো হাইব্রিডের ঠাঁই হবেনা। যারা গাঁয়ে আওয়ামী লীগের হাওয়া লাগিয়ে সুযোগ সুবিধা নিয়েছে, তাদের দলে ঠাঁই হবেনা। এখন অনেকেই নৌকায় ভেসে ধানের শীষে আসতে চাচ্ছে। আপনারা দলে অনুপ্রবেশকারীদের ঢুকতে দিবেন না। দলে ত্যাগী ও কর্মঠদের মূল্যায়ন করা হবে। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশে আবার উন্নয়ন শুরু হবে। দেশের মানুষ শান্তিতে থাকবে।
সুতরাং সোনার বাংলা গড়তে সবাইকে ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে। কুমারখালী যুবদলের আহবায়ক এ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক কে এম আলম টমে, কুমারখালী পৌর যুবদলের সভাপতি মোঃ নূর আলম বুলবুল সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রমূখ।
