মিলন, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় ১৩ বছর পর বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) এক বর্ণাঢ্য পরিবেশে খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি’র কর্মী সভা উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমি। এছাড়াও বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শেখ সাদী ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ রাজু খান ও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কাজল।
আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্টবাদীর কারণে দীর্ঘ ১৩ বছর পর প্রকাশ্যে সভা সমাবেশ করার আনন্দে কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কুষ্টিয়া জেলা বিএনপি’র বর্তমান আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, সকল ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলা পৌরসভা পর্যায়ের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে গঠিত হবে। দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদেরকে মূল্যায়ন করা হবে। প্রধান অতিথির বক্তৃতায় সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমি বলেন, বিএনপি মাটি ও মানুষের রাজনীতি করে। কোন স্বৈরাচারী তাবেদারি বিএনপি কখনো প্রশ্রয় দেয় না। দলের তৃণমূল নেতাকর্মীরাই যদি দলকে সুসংগঠিত করতে পারে তাহলেই আমরা নেতা হিসেবে মূল্যায়িত হব। জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দলের মধ্যে কোন ভেদাভেদ নেই। কেন্দ্রের দেওয়া সিদ্ধান্ত ও উপস্থিত কর্মীদের ইচ্ছার ভিত্তিতেই পূর্ণাঙ্গ উপজেলা কমিটি নির্ধারিত হবে। আজ থেকে থানা কমিটির বিলুপ্ত ঘোষণা করা হলো। এছাড়াও অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এ জেড রশিদ রেজা বাজু।
