দলের প্রার্থীদের জয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানালেন জেলা আওয়ামী লীগ সভাপতি-সাধারন সম্পাদক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দলের প্রার্থীদের জয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানালেন জেলা আওয়ামী লীগ সভাপতি-সাধারন সম্পাদক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৩
দলের প্রার্থীদের জয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানালেন জেলা আওয়ামী লীগ সভাপতি-সাধারন সম্পাদক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে দল ঘোষিত প্রার্থীদের পুনরায় বিপুল ভোটে জয়ী করতে দলের সকলে ভেদাভেদ ও কোন্দল ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসগর আলী।

দলের প্রার্থীদের জয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানালেন জেলা আওয়ামী লীগ সভাপতি-সাধারন সম্পাদক

দলের প্রার্থীদের জয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানালেন জেলা আওয়ামী লীগ সভাপতি-সাধারন সম্পাদক

দলের প্রার্থীদের জয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানালেন জেলা আওয়ামী লীগ সভাপতি-সাধারন সম্পাদক

এক যৌথ বিবৃতিতে তারা, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ:কা:ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসন থেকে ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বলেন, নির্বাচনকে সামনে রেখে সব ধরনের মান অভিমান ও ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দলের সকল পর্যায়ের নেতা-কর্মিদের ঐক্যবদ্ধ হয়ে সব দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে হবে, যাতে নৌকার প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হলে আগামীতে কুষ্টিয়ার উন্নয়নের পাশাপাশি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারে। স্মার্ট বাংলাদেশ গঠনসহ জেলার উন্নয়নে যেসব কাজ চলমান আছে তা শেষ করার পাশাপাশি জেলায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীদের বিজয়ী করার কোন বিকল্প নেই বলেও বিবৃতিতে তুলে ধরেন তারা।

নির্বাচনী প্রচার-প্রচারনা চলাকালে নির্বাচন কমিশন আচরনবিধি মেনে চলার আহবান জানিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসগর আলী বলেন,‘ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফের নেতৃত্বে জেলা ও উপজেলাসহ আওয়ামী লীগের সকল ইউনিট আগের তুলনায় ঐক্যবদ্ধ ও শক্তিশালী। তাই দলীয় প্রার্থীদের বাইরে কেউ নির্বাচন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন তারা। সকলকে নৌকার পতাকাতলে এসে স্মার্ট বাংলাদেশ গঠনে অংশীদার হওয়ার উদাত্ত্ব আহবান জানান সভাপতি-সম্পাদক।