বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরের হাসপাতাল ও কলেজ মোড়ে ব্যবসায়ীসহ পথচারীদের মাঝে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার এর নেতৃত্বে দলের ঘোষণা করা ৩১ দফা কর্মসূচি জনসাধারণের মধ্যে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে শহরের হাসপাতাল ও কলেজ মোড়ে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের উদ্যোগে এই কর্মসূচিতে অংশ নেন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনি ও যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ সুমন, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন, সাবেক সাংগঠনিক সম্পাদক জব্বার মিলন ও রাসেল, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামির হোসেন। রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি পাপন ও সাংগঠনিক সম্পাদক রাতুল এর সার্বিক তত্বাবধানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সজিব হোসেন, ছাত্র নেতা হৃদয়, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র দলের আহবায়ক আব্দুল কাদের ও সদস্য সচিব পিয়াস প্রমূখ।
এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই দফাগুলোর মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়া, যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে।”এই কর্মসূচি মূলত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা”। তবে এই দফা দেশ নায়ক তারেক রহমানের মনের কথা নয়, এগুলো জনগণের মনের কথা। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের দাবি পূরনসহ কুষ্টিয়া হবে আধুনিক জেলা। জনগণের ভোগান্তি কমাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে।
