কুষ্টিয়ায় রেল সম্পত্তি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় রেল সম্পত্তি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ৩১, ২০২৩
কুষ্টিয়ায় রেল সম্পত্তি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা পাকা স্থাপনা ও জমি উদ্ধার অভিযান । সোমবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া বড় বাজার রেল গেট থেকে পৌর বাজার পর্যন্ত রেলের ভূ-সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

কুষ্টিয়ায় রেল সম্পত্তি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় রেল সম্পত্তি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় রেল সম্পত্তি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুরুজ্জামান।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুরুজ্জামান জানান, এই রেলওয়ের জায়গা আব্দুল হামিদের নামে বরাদ্ধকৃত ,আব্দুল হামিদ সাবলেট হিসেবে ভাড়া দিয়েছে। আব্দুল হামিদ দীর্ঘ ৪০ বছর যাবৎ নিয়মিত রেলওয়েতে ভাড়া দিয়ে আসছে কিন্তু আব্দুল হামিদ বাংলাদেশ রেলওয়ের কাছে অভিযোগ জানান যে তার বরাদ্দ কৃত জায়গায় দীর্ঘ সময় ধরে জোর দখল করে রেখেছে বিভিন্ন ব্যবসায়ী, তারই পরিপ্রেক্ষিতে আজ এই অবৈধ স্থাপনা মুক্ত করতে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেলওয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুরুজ্জামান।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এ সময় উচ্ছেদের শিকার এক ব্যবসায়ী এটিকে আইন বহির্ভূত দাবি করলেও, রেলওয়ে লিজকৃত জায়গার বৈধ ইজারাদার যারা তাদের আইনজীবী অ্যাডভোকেট সাম তানিয়া মুক্তি দাবি করেন রেলের সম্পত্তি নিয়ে তার পরিজনদের বিক্রি করার বিধান নাই, আর যারা উচ্ছেদ হচ্ছেন তারা জায়গা ভাড়ার চুক্তিতে নিয়ে ব্যবসা করলেও দীর্ঘদিন ধরে ভাড়া দেন না, দখলও ছাড়েন না। এমতাবস্থায় রেল কর্তৃপক্ষ বিধি মোতাবেক আজকে এই উচ্ছেদ করে জায়গা খালি করেছেন ।

আরও পড়ুন: