পোড়াদহ ইউনিয়ন জাসদের ত্রি-বার্ষিক সম্মেলন
কুষ্টিয়া মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়ন জাসদের ত্রি-বার্ষিক সম্মেলন পোড়াদহ হাইস্কুল মাঠে ইউনিয়ন জাসদের সভাপতি উত্তম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

পোড়াদহ ইউনিয়ন জাসদের ত্রি-বার্ষিক সম্মেলন
প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ১৪ দলীয় জোটের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে করব। আমাদের নির্বাচন বানচাল করার জন্য বিএনপি-জামায়াত জোট দেশে বিদেশে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে। আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। পারলে আমেরিকা নির্বাচন বানচাল করুক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি হাজী গোলাম মহাসিন, জাসদ কেন্দ্রীয় নেতা মোঃ আব্দুল্লাহ, মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক কেন্দ্রীয় জাসদের সদস্য আহম্মদ আলী, পোড়াদহ ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ফারুকুজ্জামান জন, জেলা জাসদের যুগ্ম-সাধারন সম্পাদক জিল্লুর রহমান, মিরপুর উপজেলা জাসদের যুগ্ম-সাধারন সম্পাদক কারশেদ আলম, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আত্তাব আলী।

ত্রি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন জাসদের সভাপতি উত্তম কুমারকে আবারও পোড়াদহ ইউনিয়ন জাসদের সভাপতি ও জনপ্রিয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল কুদ্দুসকে ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক মনোনীত করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন পোড়াদহ ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস মেম্বর।
