কুষ্টিয়া বড় বাজার তুলা পট্টিতে রেলওয়ের জায়গা দখল করে চলছে অবৈধভাবে দোকান নির্মাণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া বড় বাজার তুলা পট্টিতে রেলওয়ের জায়গা দখল করে চলছে অবৈধভাবে দোকান নির্মাণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ৩, ২০২৩
কুষ্টিয়া বড় বাজার তুলা পট্টিতে রেলওয়ের জায়গা দখল করে চলছে অবৈধভাবে দোকান নির্মাণ

কুষ্টিয়া শহরের প্রানকেন্দ্র বড় বাজার রেলগেট সংলগ্ন তুলা পট্টিতে রেলওয়ের জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ কাজ চলছে। রাতের আধারে এভাবে অবৈধভাবে দখল হলেও কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেননি স্থানীয় দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। এই রেলওয়ের জায়গা দখল করে পাকা দোকান স্থাপনা করছেন তুলাপট্টি এলাকার শওকত হোসেন ও তার ছেলে শাওন।

কুষ্টিয়া বড় বাজার তুলা পট্টিতে রেলওয়ের জায়গা দখল করে চলছে অবৈধভাবে দোকান নির্মাণ

কুষ্টিয়া বড় বাজার তুলা পট্টিতে রেলওয়ের জায়গা দখল করে চলছে অবৈধভাবে দোকান নির্মাণ

কুষ্টিয়া বড় বাজার তুলা পট্টিতে রেলওয়ের জায়গা দখল করে চলছে অবৈধভাবে দোকান নির্মাণ

সুত্রে জানা যায়, কুষ্টিয়া বড় বাজার রেলগেট থেকে বাবর আলী রেলগেট পর্যন্ত আড়ুয়াপাড়া এলাকায় রেললাইনের পাশে একসময় ফাঁকা মাঠ ছিলো। বিশাল জায়গা জুড়ে ফাকা থাকার কারনে স্থানীয় ছেলে-মেয়েরা সেখানে খেলাধুলা করতো। সুযোগ বুঝে স্থানীয় প্রভাবশালীরা সেই রেলওয়ের জায়গা দখল করে অনেক জায়গায় দোকান পাট নির্মাণ করেছে। বড়বাজার রেলগেটের পশ্চিম পাশে রেলওয়ের সরকারি জায়গার মাঠে একসময় স্থানীয় যুবকরা ক্রিকেট খেলা করতো। সেখানে একটি প্লাস্টার করে ক্রিকেট খেলার জায়গা ছিলো। সেখানে প্রাক্টিস করে কুষ্টিয়ার গর্ব এনামুল হক বিজয় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার হিসেবে গড়ে উঠেছেন। এখন সেই ক্রিকেট খেলার জায়গাটা রাতের আধারে অবৈধভাবে দখল করে সেখানে পাকা দোকান নির্মাণ করছে ভুমিদস্যুরা।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বলেন, এখানে আগে বাচ্চারা খেলাধুলা করতো। এটা রেলওয়ের সম্পত্তি। হঠাৎ করে এই জায়গা দখল করে এখানে প্রথমে একটি টিন দিয়ে চারিদিকে ঘিরে একটা ছাপড়া ঘর তৈরি করে। তারপর রাতের আধারে পাকা স্থাপনা করতে শুরু করেছে। চারিদিকে দখলের পর এই জায়গাটিই ফাকা ছিলো। কিন্তু এটাও এখন দখল করে দোকান করা হচ্ছে। প্রশাসনের কর্মকর্তাদের কাছে দাবি জানাচ্ছি এই জায়গাটি দখল থেকে বাচানো হোক।

পোড়াদহ রেলওয়ে পুলিশের ওসির সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি জানলাম। সরেজমিনে লোক পাঠানো হবে। দেখার পর অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এবিষয়ে পোড়াদহ রেলওয়ে কানুনগো শহিদুজ্জামান বলেন, ঈদের ছুটিতে আমাদের অনেক কর্মচারীরা বাড়িতে ছিলো এই সুযোগেই হয়তো এটা শুরু করেছে। বিষয়টি আমি জানলাম। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে উচ্ছেদ করা হবে।

এই বিষয়ে শওকত হোসেন এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় ।

আরও পড়ুন: