বিশ্বকবি রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে তিন দিন ব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিশ্বকবি রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে তিন দিন ব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৭, ২০২৩
বিশ্বকবি রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুঠিবাড়িতে তিন দিন ব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্বকবি রবীন্দ্রনাথের ১৬২তম জন্মবার্ষিকী দিনটি উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে তিন দিন ব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিশ্বকবি রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে তিন দিন ব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্বকবি রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে তিন দিন ব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্বকবি রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে তিন দিন ব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১২৬৮ বঙ্গাব্দের এই দিনে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর আলো করে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ। তিনি ১৯১৩ সালে তাঁর গীতাঞ্জলী কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী ২৫ বৈশাখ (৮ মে) সোমবার। দিনটি উপলক্ষে কবিগুরুর স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালি উপজেলার শিলাইদহ কুঠিবাড়িতে ৮, ৯ ও ১০ মে তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চার দিনব্যাপী রবীন্দ্র মেলার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসকের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় তিনদিন ব্যাপী এই উৎসব পালিত হচ্ছে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

জেলা প্রশাসক সাইদুর ইসলাম এর সভাপতিত্বে। প্রধান অতিথি কুষ্টিয়া -৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিন দিনব্যাপী জন্মবার্ষিকী উৎসবের উদ্বোধন করবেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখবেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ । আরও বক্তব্য রাখবেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আঃকঃমঃ সরওয়ার জাহান, পুলিশ সুপার খাইরুল আলম। স্বাগত বক্তব্য রাখবেন কুমারখালী উপজেলার নির্বাহি কর্মকর্তা বিতান কুমার মন্ডল।

কুমারখালি উপজেলার শিলাইদহে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক বাসভবনটি দেশের সাংস্কৃতিক রাজধানীখ্যাত কুষ্টিয়া জেলাকে মহিমান্বিত করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলী নামে যে কাব্যগ্রন্থের জন্য ‘নোবেল’ পুরস্কার পান, তার অনেক কাব্যই তিনি এ-বাড়িতে বসেই লিখেছেন। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক প্রকাশিত ‘শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য কর্ম’ শীর্ষক পরিচিতিমূলক পুস্তিকা অনুযায়ী এ-বাড়িতে অবস্থানকালে রবীন্দ্রনাথ ৩৮টি কবিতা, ১০টি নাটক, ২টি প্রবন্ধ ও গীতাঞ্জলীর ৯টি গান রচনা করেছেন।

আরও পড়ুন: