কুমারখালীতে আগুনে পুড়ে ভস্মিভূত তিনটি ঘর - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে আগুনে পুড়ে ভস্মিভূত তিনটি ঘর

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৪, ২০২৩
কুমারখালীতে আগুনে পুড়ে ভস্মিভূত তিনটি ঘর

কুষ্টিয়ার কুমারখালীতে আগুনে পুড়ে ভস্মিভূত তিনটি ঘর । মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার পৌর ২ নং ওয়ার্ডের এলঙ্গী পাড়ায় এ অগ্নি দুর্ঘটনা ঘটে।

কুমারখালীতে আগুনে পুড়ে ভস্মিভূত তিনটি ঘর

কুমারখালীতে আগুনে পুড়ে ভস্মিভূত তিনটি ঘর

কুমারখালীতে আগুনে পুড়ে ভস্মিভূত তিনটি ঘর

ধারনা করা হচ্ছে, চুলার আগুন থেকে আগুন লেগে তিনটি বসতঘর, নগদ টাকা, টিভি, ফ্রিজ, আসবাবপত্র,খাট, চালসহ যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

ক্ষতিগ্রস্থরা হলেন – এলঙ্গী পাড়ার মৃত ইউসুফ কন্ট্রাক্টর ছেলে আজিমদ্দিন বিদ্যুত এর বাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশিদ হারুন বলেন, তিনটি টিনশেড ঘরের ৬ কক্ষে আগুন লাগে। বিকেল ৪ টার দিকে রান্নার আগুন থেকে মূহুর্তে সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন প্রায় ৩০ -৪০ মিনিটে পানি, কলাগাছ ও বালু দিয়ে আগন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘর, নগদ টাকা, আসবাবপত্র সহ প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

আজিমদ্দিন বিদ্যুত বলেন, আগুনে তাঁর কিছু নগত টাকা টিভি, ফ্রিজসহ ঘরের যাবতীয় মালামাল পুড়ে গেছে। তাঁর আছে শুধু একটি পোড়া খাট।

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. বুখতিয়ার উদ্দিন বলেন, তাঁরা সাংবাদ পাওয়ার সঙ্গে -সঙ্গে ঘটনা স্থানে গিয়ে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, রান্নার আগুন থেকে ঘরবাড়ি, আসবাবপত্রসহ প্রায় তিন লক্ষ টাকা ক্ষতির প্রাথমিক ধারনা করা হচ্ছে।

আরও পড়ুন