তারুণ্যের উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ: ডিসি তৌফিকুর রহমান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

তারুণ্যের উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ: ডিসি তৌফিকুর রহমান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২২, ২০২৫

রঞ্জুউর রহমান ॥ তারুণ্যের উৎসব-২০২৫” তিন দিনব্যাপী  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক ও বালিকা (অনূর্ধ্ব-১৭)-২০২৪ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে তিনটায় কুষ্টিয়া মোহিনী মোহন মিল মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং  কুষ্টিয়া প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায়, দেশ বদলাই, পৃথিবী বদলাই’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কুষ্টিয়া তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী অনূর্ধ্ব-১৭ (বালক/বালিকা) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

কুষ্টিয়া মোহিনী মোহন মিল মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল ওয়াদুদ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব ফয়সাল মাহমুদ,অতিরিক্ত জেলা প্রশাসক [অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক স্থানীয় সরকার (অঃদা), মোঃ জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া যুব উন্নয়ন অধিদপ্তর মোঃ মতিয়ার রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, জেলায় (অনূর্ধ্ব-১৭) বালক ও বালিকা ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। তরুণরা যেন সব সময় আনন্দে থাকে শান্তিতে থাকে এবং তাদের জীবন যেন আরো সুন্দর হয় এই জন্য আমরা তারুণ্যের উৎসব পালন করছি। তারুণ্যের উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে খেলাধুলা। আমারা যদি খেলাধুলা না করি তাহলে সুস্থ থাকতে পারবো না আর সুস্থ না থাকলে কোন আনন্দ উপভোগ করা যায় না। তাই তারুণ্যের উৎসব যেন উৎসব মুখের পরিবেশে উদযাপন করার এই আহ্বান জানান।