তামাকের মূল্য ও কর বৃদ্ধি করার দাবিতে অবস্থান কর্মসূচি ও লিফলেট ক্যাম্পেইন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

তামাকের মূল্য ও কর বৃদ্ধি করার দাবিতে  অবস্থান কর্মসূচি ও লিফলেট ক্যাম্পেইন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২৯, ২০২৪

বিশ্ব তামাক দিবস ২০২৪ 

রঞ্জুউর রহমান ॥ গতকাল মঙ্গলবার (২৮ মে) দুপুর বারোটায় এন এস রোড কুষ্টিয়ায় বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট (সাফ) কুষ্টিয়া এর আয়োজনে আসছে বিশ্ব তামাক দিবস ২০২৪ উপলক্ষে ‘স্বাস্থ্য সুরক্ষায় আসন্ন বাজেটে তামাকের মূল্য ও কর বৃদ্ধি করার দাবিতে অবস্থান কর্মসূচি ও লিফলেট ক্যাম্পেইন করা হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ারকার ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট (সাফ) এর সদস্যবৃন্দ, এবং  ডাক্তার, সাহিত্যিক, সাংবাদিকবৃন্দ সহ জেলার বিভিন্ন স্তরের নাগরিকমহোল। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, তামাকজাত দ্রব্যের উচ্চ মূল্য ও কর হার বৃদ্ধি এর ব্যবহার কমানো সবচেয়ে সাশ্রয়ী ও কার্যকর পদ্ধতি হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। কিন্তু বাংলাদেশে প্রয়োজনীয় দ্রব্যের তুলনায় তামাকজাত দ্রব্যের মূল্য অনেক কম পরিমাণে বৃদ্ধি পাওয়ায় এটি মানুষের কাছে আরও সস্তা হয়ে গেছে। জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর তামাক নিয়ন্ত্রণের জন্য আগামী অর্থবছরে তামাকজাত দ্রব্যের মূল্য ও কর হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করতে হবে।তামাকজাত দ্রব্যের ওপর করারোপে বর্তমানে প্রচলিত অ্যাড ভেলোরেম পদ্ধতি জটিল ও ত্র“টিপূর্ণ। ত্র“টিপূর্ণ এ করারোপ পদ্ধতির কারণে তামাকজাত দ্রব্যের দাম বাড়লেও তামাক ব্যবহারকারীর সংখ্যা কাঙ্ক্ষিত হারে কমছে না। আবার তামাক কোম্পানি সর্বোচ্চ মূল্যের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি করে বছরে প্রায় ৪৫০০ কোটি টাকা রাজস্বা ফাঁকি দিচ্ছে বলে গবেষণায় উঠে এসেছে। ফলে জনস্বাস্থ্য সুরক্ষায় ত্র“টিপূর্ণ তামাক কর ব্যবস্থাকে একটি গ্রহণযোগ্য নিয়মের মধ্যে আনতে ও রাজস্ব ফাঁকি বন্ধ করতে অতি দ্রুত একটি শক্তিশালী তামাক কর নীতি প্রণয়ন করত হবে।