কুমারখালী প্রতিনিধি ॥ মৌসুমী ফল তরমুজ। রমজান ও তাপদাহের কারণে রসালো ও পুষ্টিগুনে সমৃদ্ধ এ ফলটির চাহিদা বেশী। রমজানের শুরু থেকেই তরমুজের বাজার চড়া। এদিকে বাজার মনিটরিং নেই বললেই চলে। কুষ্টিয়ার কুমারখালী থানার মোড় এলাকায় সকালে গিয়ে দেখা যাই প্রতিকেজি তরমুজ মানভেদে ৮০ টাকা কেজি দরে, বিক্রি করছেন ব্যবসায়ীরা। অথচ আড়তদাররা তাদের কাছে পিচ প্রতিই বিক্রি করেছেন। তবে একটি তরমুজ ১০০ থেকে ১৩০ টাকায় বিক্রি হওয়া উচিত বলে মনে করেন ক্রেতারা। তরমুজ কিনতে আসা একাধিক ব্যক্তি বলেন, নিয়মিত বাজার মনিটরিং করা হলে অসহনীয় দাম তরমুজের হতো না। রোজায় থেকে পুষ্টিকর এই ফল অনেক স্বাস্থ্যকর এজন্য মূলত রোজার এই এ-সময়ে তারা কারসাজি করে দাম বৃদ্ধি করে। তবে অপরিপক্ক আর ছোটো তরমুজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ টাকায়। তবুও তরমুজ কিনিতে ভিড় করছেন শতশত মানুষ। অনেকেই বলছেন আগে কখনো কেজি প্রতি তরমুজ না কিনলেও বছর কয়েক ধরে এভাবেই কিনছেন। কেজি প্রতি তরমুজের দাম বেশি হলেও কিনে খেতে হবে বলে মনে করছেন কেও কেও। একাধিক তরমুজ ব্যবসায়ীর সঙ্গে কথা বললে তারা বলেন, বাজার থেকে তারা তরমুজের পিচ প্রতি না কেজি প্রতি কিনছেন বলেই ক্রেতাদের কাছে কেজিতেই বিক্রি করছেন। এদিকে আড়তদাররা বলছেন ভিন্ন কথা তাদের দাবি তারা পিচ প্রতিই বিক্রি করেছেন।
