কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচন ৩০ সেপ্টেম্বর : তফসিল ঘোষণা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচন ৩০ সেপ্টেম্বর : তফসিল ঘোষণা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ৩১, ২০২৩
কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচন ৩০ সেপ্টেম্বর : তফসিল ঘোষণা

কুষ্টিয়া প্রেসক্লাবের কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে ৷ আগামী ৩০ সেপ্টেম্বর প্রেসক্লাবের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচন ৩০ সেপ্টেম্বর : তফসিল ঘোষণা

কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচন ৩০ সেপ্টেম্বর : তফসিল ঘোষণা

কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচন ৩০ সেপ্টেম্বর : তফসিল ঘোষণা

বুধবার (৩০আগষ্ট) সকাল ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলুর পরিচালনায় কুষ্টিয়া প্রেসক্লাব ২০২৩-২০২৫ মেয়াদী নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

কুষ্টিয়া প্রেসক্লাব নির্বাচন ২০২৩-২০২৫ এ জেলা পরিসংখ্যান অফিস কুষ্টিয়ার উপ-পরিচালক মোঃ শাহ আলম রিটার্নিং কর্মকর্তা হিসেবে তফসিল ঘোষণা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুখেন কুমার পালসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, কুষ্টিয়া প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক অত্র ক্লাবের ২০২৩-২০২৫ খ্রি. মেয়াদের কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষে ১৯ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। রিটার্নিং কমকর্তা কর্তৃক ঘোষিত তফশীল অনুযায়ী ৯ সেপ্টেম্বর সকাল ১১টার সময় খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১০ সেপ্টেম্বর সকাল ১১ টা থেকে ৪টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার উপর আপত্তি দাখিল, ১১ সেপ্টেম্বর ১১টা থেকে ৪টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার উপর আপত্তির শুনানি গ্রহণ ও নিষ্পত্তি, ১২ সেপ্টেম্বর বিকাল ৪টায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৩ ও ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ ও সংগ্রহ, ১৭ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

মনোনয়ন পত্র দাখিল, ১৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র বাছাই, ১৯ সেপ্টেম্বর সকাল ১১ টায় খসড়া বৈধ মনোনয়ন পত্রের তালিকা প্রকাশ, ২০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত বাতিল ও বৈধ মনোনয়নপত্র সম্পর্কে নির্বাচন পরিচালনা কমিটির নিকট আপত্তি দাখিল, ২১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাতিল ও বৈধ মনোনয়ন পত্র সম্পর্কে প্রাপ্ত আপত্তির বিষয়ে শুনানি গ্রহণ ও নিষ্পত্তি, ২৩ সেপ্টেম্বর সকাল ১১ টায় বৈধ মনোনয়ন পত্রের চুড়ান্ত তালিকা প্রকাশ, ২৪ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার, ২৫ সেপ্টেম্বর সকাল ১০টায় বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ৩০ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ক্লাবের হলরুমে ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন: