তফসিলকে স্বাগত জানিয়ে কুমারখালীতে উপজেলা আওয়ামীলীগের আনন্দ মিছিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের এ তারিখ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিলকে স্বাগত জানিয়ে কুমারখালীতে উপজেলা আওয়ামীলীগের আনন্দ মিছিল
এদিকে ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে কুমারখালী শহরে আনন্দ মিছিল বের করেছে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর শহরের মধ্যে আনন্দ মিছিল পৌর বাজার এলাকা থেকে মিছিল বের করে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ এর অনুসারীরা।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুণ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এস এম রফিক, পৌর যুবলীগের সভাপতি তুহিন শেখ, প্রমুখ।
