দৌলতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
কুষ্টিয়ার দৌলতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। ৩ আগস্ট, বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত ৭৬ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়।

দৌলতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. এ. সরওয়ার জাহান বাদশাহ্।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালি খাতুন আলেয়া। স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান।
![]()
এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত সুধীজন ও সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন। দৌলতপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ঝড়, বন্যা, আগুন এবং পানিতে ডুবে নিহত ও ক্ষতিগ্রস্ত ৭৬ পরিবারকে ১৩৬ বান্ডিল ঢেউটিন ও নগদ ৪ লাখ ২৮ হাজার টাকা দেয়া হয়।
