ভেড়ামারায় ড্রাম ট্রাক নিষিদ্ধের দাবিতে মানববন্ধন
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর নতুন পাড়া গ্রামের ছেলে ইমরান ড্রাম ট্রাকে পিষ্ট হয়ে নিহত হওয়ায়, সকাল ৭ থেকে রাত ৮ টা পর্যন্ত ড্রামট্রাক বন্ধের দাবিতে রবিবার(১২ মার্চ) সকাল ১০ টার সময় বাহাদুরপুর এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

ভেড়ামারায় ড্রাম ট্রাক নিষিদ্ধের দাবিতে মানববন্ধন
সমাবেশে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বুলবুল হাসান পিপুল, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন আহমেদ, বাহাদুরপুর সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমেনা বানু, বাহাদুরপুর বি এম কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষিকা মোছাঃ মাহমুদা খাতুন, বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের মোঃ মনিরুজ্জামান মনি, বাহাদুরপুর বাজার কমিটির সভাপতি মোঃ আজাদ রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার জনগণ ও বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়, বাহাদুরপুর সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বি এম কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তারা অবিলম্বে নিহত ইমরানের মৃত্যুর জন্য দায়ীদের বিচার ও সড়কে যান চলাচলে কঠোর ব্যবস্থা পাশাপাশি সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ড্রাম ট্রাক সহ ১০ চাকার পরিবহন বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুদৃষ্টি কামনা করেন
নিহত ইমরানের দারিদ্র্য ভ্যানচালক পিতা মোঃ বাচ্চু মিয়া বলেন, আমার একমাত্র সন্তানের মৃত্যুর জন্য যে বেপোরোয়া ড্রাম ট্রাক দায়ী তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচার চাই সেই সাথে বাহাদুরপুরে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহ রয়েছে সে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপত্তা ও সর্ব সাধারণের নিরাপত্তা বজায় রাখতে নিরাপদ সড়ক চাই এবং আর যেন কোন মায়ের বুক খালি না হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নিশ্চিতকরণ চাই
উল্লেখ্য গত বৃহস্পতিবার নিহত ইমরান রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ফেরার পথে গোলাপ নগরে ড্রামট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারই ধারাবাহিকতায় রবিবার স্থানীয়দের উদ্দ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ এবং মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
