ড্রাগন চাষে কৃষকদের আগ্রহী করতে খোকসায় মাঠ দিবস অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ড্রাগন চাষে কৃষকদের আগ্রহী করতে খোকসায় মাঠ দিবস অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১২, ২০২৩
ড্রাগন চাষে কৃষকদের আগ্রহী করতে খোকসায় মাঠ দিবস অনুষ্ঠিত

কুষ্টিয়ার খোকসায় ড্রাগন চাষে কৃষকদের আগ্রহী করতে ২০২৩-২৪ অর্থ বছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

ড্রাগন চাষে কৃষকদের আগ্রহী করতে খোকসায় মাঠ দিবস অনুষ্ঠিত

ড্রাগন চাষে কৃষকদের আগ্রহী করতে খোকসায় মাঠ দিবস অনুষ্ঠিত

ড্রাগন চাষে কৃষকদের আগ্রহী করতে খোকসায় মাঠ দিবস অনুষ্ঠিত

১১’ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খোকসা ইউনিয়নের হিলালপুর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ড্রাগন প্রদর্শনীর মাঠ দিবসে উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার উপপরিচালক কৃষিবিদ ডক্টর হায়াত মাহমুদ। প্রধান অতিথি তার বক্তব্যে ড্রাগন চাষের নিয়ম, উপকারিতা, ব্যবহার, উৎপাদন খরচ, বিক্রি নিয়ে কৃষকদের সাথে সার্বিক আলোচনা করেন।

এ সময় তিনি বলেন অন্যান্য কৃষি থেকে ড্রাগন চাষে খরচ কম এবং লাভ বেশি তাই তিনি সকলকে ড্রাগন চাষে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। আর সেই ক্ষেত্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বিক সহযোগিতা করবে বলেও তিনি জানান। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাসেল রানা, পিআইও মিলন চাকমা প্রমুখ।