কুষ্টিয়ায় ডায়াবেটিক সচেতনতা দিবসে আলোচনা সভা
২৮ ফেব্রুয়ারি ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত হয়েছে। ডায়াবেটিস রোগ সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যে কুষ্টিয়াতেও ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’ পালন করা হয়েছে।

কুষ্টিয়ায় ডায়াবেটিক সচেতনতা দিবসে আলোচনা সভা
দিবসটি উপলক্ষে জনসাধারণকে ডায়াবেটিক রোগ সম্পর্কে সজাগ থাকার জন্য কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত হৃদ রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ এসআর খান। প্রধান বক্তা ছিলেন ডিডি এলজি আরিফুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান টর্লিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইবি আইন অনুষদের সাবেক ডীন প্রফেসর ড.শাজাহান মন্ডল, ইবি আইন অনুষদের ডীন প্রফেসর ড রেবা মন্ডল, হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ লাল মহম্মদ, মেডিকেল অফিসার ডাঃ মোহনা আফরোজ।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, ডায়াবেটিস হলে বিচলিত না হয়ে ডাক্তারের পরামর্শে সচেতনভাবে চলতে হবে। ডায়াবেটিস রোগ বৃদ্ধি রোধে সবাইকে অনেক সচেতন হতে হবে।

বক্তারা বলেন, ডায়াবেটিস ঝুকি এড়াতে নিয়িমত খাদ্যাভ্যাসসহ নিয়মতান্ত্রিত জীবনযাপন করতে হবে। পাশাপাশি হাঁটাচলা ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিতে হবে। মনে রাখতে হবে সচেতনা এই রোগ থেকে মুক্তির একমাত্র পথ।
এসময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি হাফিজুল রহমান কাল্টু, সদস্য নিলুফার রহমান এ্যানি, হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ হেলাল উদ্দিন প্রমুখ।
