পাটিকাবাড়ীতে গরু বোঝায় বেপরোয়া ট্রাক উলটে গুরুত্বর আহত ৮ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পাটিকাবাড়ীতে গরু বোঝায় বেপরোয়া ট্রাক উলটে গুরুত্বর আহত ৮

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১৪, ২০২৩
পাটিকাবাড়ীতে গরু বোঝায় বেপরোয়া ট্রাক উলটে গুরুত্বর আহত ৮

কুষ্টিয়া চুয়াডাঙ্গা সড়কের পাটিকাবাড়ীর তাহের মোড় ও পান্তাপাড়ার ব্রীজের মাঝামাঝি একটি গরু বোঝায় ট্রাক উলটে ৮ জন গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পাটিকাবাড়ীতে গরু বোঝায় বেপরোয়া ট্রাক উলটে গুরুত্বর আহত ৮

পাটিকাবাড়ীতে গরু বোঝায় বেপরোয়া ট্রাক উলটে গুরুত্বর আহত ৮

পাটিকাবাড়ীতে গরু বোঝায় বেপরোয়া ট্রাক উলটে গুরুত্বর আহত ৮

প্রত্যক্ষদর্শী ও পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, আলমডাঙ্গার পশু হাট থেকে ঢাকার গরুর ব্যাপারিরা গরু কিনে ফেরার পথে কুষ্টিয়া চুয়াডাঙ্গা সড়কের পাটিকাবাড়ীর পান্তাপাড়া ও তাহের মোড়ের মাঝামাঝি স্থানে রাত সাড়ে আটটার দিকে পৌঁছালে চালক নিয়োন্ত্রণ হারিয়ে সোজা মাঠে চালিয়ে দেন গরু বোঝায় ট্রাকটি।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

ঢাকা মেট্রো-ড ১৪-৪৭৭৬ ট্রাকে হিষ্টপুষ্ট ১৩ টা ষাড় গরু ছিলো। এর মধ্যে একটি বড় গরু ঘটনা স্থলেই মারা যায় আরও কয়েকটি গরু গুরুত্বর আহত হয়। স্থানীয় গ্রামবাসীরা ছুটে এসে ট্রাকে থাকা আহত ব্যাপারিদের দ্রুত উর্দ্ধার করে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্প ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান।

ট্রাকে থাকা ব্যাপারি, স্থানীয় গ্রামবাসী ও পুলিশ জানান, ট্রাকটি বেপরোয়া গতির কারনেই এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন: