কুমারখালীতে স্মার্ট নাগরিক গঠনে শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট পিসি বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে স্মার্ট নাগরিক গঠনে শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট পিসি বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ২০, ২০২৩
কুমারখালীতে স্মার্ট নাগরিক গঠনে শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট পিসি বিতরণ

কুষ্টিয়া কুমারখালীতে স্মার্ট নাগরিক গঠনে ৬৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর ৩৯৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারি ও গৃহগনণা ২০২২-এ ব্যবহৃত ট্যাবলেট পিসি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়।

কুমারখালীতে স্মার্ট নাগরিক গঠনে শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট পিসি বিতরণ

কুমারখালীতে স্মার্ট নাগরিক গঠনে শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট পিসি বিতরণ

কুমারখালীতে স্মার্ট নাগরিক গঠনে শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট পিসি বিতরণ

বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন, স্মার্ট নাগরিক তৈরির করার লক্ষ্যে দেশরত্ন শেখ হাসিনা শিক্ষার্থীদের জন্য ট্যাবলেট পিসি উপহার দিয়েছেন। পিসির সর্বোচ্চ সঠিক ব্যবহারের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেজন্য অভিভাবক ও শিক্ষকদের নিয়মিত তদারকি করতে হবে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

ইউএনও বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আলতাফুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, শিক্ষক, শিক্ষার্থীসহ প্রমূখ।

অপরদিকে ট্যাবলেট পিসি পেয়ে ব্যাপক খুশি শিক্ষার্থীরা। তাঁরা বলেন, ট্যাবলেটের সঠিক ব্যবহারের মাধ্যমে তাঁরা পড়াশোনার মানোন্নয়ন করবেন। ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিবেন তাঁরা।

এবিষয়ে সদকী ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার সাথী বলেন, প্রধানমন্ত্রীর উপহার পেয়ে সে খুব খুশি। এখন থেকে ট্যাবলেট ব্যবহার করে ঘরে বসেই সে অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে পাবে।

আরও পড়ুন: