খোকসায় ১১৯টি দরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় ১১৯টি দরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ২৭, ২০২৩
খোকসায় ১১৯টি দরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নে গ্লোবাল ওয়ান কিউ এর অর্থায়নে কুঠিপাড়া প্রতিবন্ধী দুঃস্থ কল্যাণ সংস্থার সহযোগীতায় হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ১১৯ টি সুপেয় পানির টিউবওয়েল বিতরণ করা করেন।

খোকসায় ১১৯টি দরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

খোকসায় ১১৯টি দরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

খোকসায় ১১৯টি দরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

বুধবার দুপুরে আমবাড়ীয়া ইউনিয়নের কন্ঠগজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হতদরিদ্র ও প্রতিবন্ধী মাঝে এই টিউবওয়েল বিতরণ করা হয়।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এ সময় উপস্থিত ছিলেন আমবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান আকমল মন্ডল, কুঠিপাড়া প্রতিবন্ধী দুঃস্থ কল্যাণ সংস্থার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক নাজিমুজ্জামান নাজিম, খোকসা উপজেলার এলজিইডির মাঠ পরিদর্শক আবু হানিফ, গ্লোবাল ওয়ান ইউকে’র প্রকল্প ব্যবস্থাপক রমজান আলী, ইন্ট্যাররেক্ট ডিবিলপমেন্টের ফোরাম (আইডিএফ) এর শফিকুল আজম প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন আমবাড়ীয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডেও মেম্বর হিরন, পূর্ব আমবাড়ীয়া গ্রামের আসাদ, গোসাইডাঙ্গী গ্রামের আলামিন মালিথা, ধোকড়াকোল কুঠিপাড়া গ্রামের হারুনসহ আমবাড়ীয়া ইউনিয়নের হতদরিদ্র ১১৯ জন উপকারভোগী পরিবার।

আরও পড়ুন: