কুমারখালীতে জাল দলিলের মাধ্যমে জোরপূর্বক জমি দখলের অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে জাল দলিলের মাধ্যমে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২৭, ২০২৩
কুমারখালীতে জাল দলিলের মাধ্যমে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামে জাল দলিলের মাধ্যমে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে শুনানির তারিখ ধার্য হয়েছে বলে ভুক্তভোগী জানিয়েছেন।

কুমারখালীতে জাল দলিলের মাধ্যমে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

কুমারখালীতে জাল দলিলের মাধ্যমে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

কুমারখালীতে জাল দলিলের মাধ্যমে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

ভুক্তভোগী জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে আবুল কালাম ওরফে শহিদুল ইসলাম (৪৩)।

শহিদুল ইসলাম জানান ১৯৮০ সালে তার নামে হাসিমপুর মৌজায় দুইদাগে ৬৫ শতাংশ জমি কেনা হয় উপেন্দ্রনাথ ঘোষের নিকট থেকে। উপেন্দ্রনাথ ঘোষ ১৯৭০ সালে তার অন্যান্য অংশীদারদের সাথে বিভাগ বন্টনের মাধ্যমে দুই দাগে এই জমি প্রাপ্ত হন এবং পরবর্তিতে তার নিকট বিক্রি করে নিঃসত্ববান হন। কিন্তু একই গ্রামের মৃত আছাই খানের ছেলে মন্টু খান ১৯৮৯ সালে একই জমি উপেন্দ্রনাথ ঘোষের নিকট থেকে ক্রয় দেখিয়ে মিউটেশন করেন। তিনি বিষয়টি জানতে পেরে এ্যাসিল্যান্ড অফিসে অভিযোগ দিলে মন্টু খানের মিউটেশন বাতিল হয়ে যায়।

কিন্তু পরবর্তীতে আবার মন্টু খান কৌশলে মিউটেশনের মাধ্যমে চলতি মাসে জমি দখলের চেষ্টা করলে তিনি বাধা সৃষ্টি করেন। এসময় মন্টু খান পিটিয়ে তার হাত ভেঙে দেয় এবং জোরপূর্বক জমি দখল করেছে বলে জানান তিনি।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এ বিষয়ে তিনি কুমারখালী থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান। তিনি আরো জানান পরবর্তীতে মন্টু খানের মিউটেশন বাতিলের জন্য তিনি পূণরায় এ্যাসিল্যান্ড অফিসে দরখাস্ত দিয়েছেন তার শুনানির তারিখ আগামীকাল মঙ্গলবার।