ক্রীড়া ডেস্ক \\ প্রথম ইনিংসের পুঁজিটা খুব বড় নয়, মাত্র ২১৮ রানের। ধর্মশালা টেস্টে ইংল্যান্ড হয়তো তাকিয়ে ছিল তাদের বোলারদের দিকে। তবে সেই বোলাররাও কিছু করতে পারছেন না। রোহিত শর্মা আর শুভমান গিলের জোড়া সেঞ্চুরিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে বড় লিডের ইঙ্গিত দিচ্ছে ভারত। ১ উইকেটে ২৬৪ রান নিয়ে দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতিতে গেছে ভারত। তাদের লিড এখন ৪৬ রানের। রোহিত-গিল দুজনই সেঞ্চুরি করে অপরাজিত। রোহিত টেস্ট ক্যারিয়ারের ১২তম আর গিল তুলে নিয়েছেন চতুর্থ শতক। প্রথম ইনিংসে ভারতীয় দুই স্পিনার কুলদীপ যাদব আর রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণির সামনে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। ওপেনার জ্যাক ক্রলি করেন ৭৯ রান। বাকিরা কেউ ত্রিশের ঘরও ছুঁতে পারেননি। ফলে প্রথম ইনিংসে ৫৭.৪ ওভারে ২১৮ রানে থামে ইংলিশরা। কুলদীপ ৭২ রানে ৫টি আর অশ্বিন ৫১ রানে শিকার করেন ৪টি উইকেট।
